Brishti Jodi Ar Na Thame Aj Lyrics (বৃষ্টি যদি আর না থামে আজ) – Habib Wahid | Nancy Lyrics
Singer | Habib Wahid | Nancy |
Music | Habib Wahid |
Song Writer | Ebriad Hasan, Catherine Alo Mardi, Sufian Khan, Sahadat Hossain, Mukul Roy, Jahid Hasan Rakib |
বৃষ্টি যদি আর না থামে আজ লিরিক্স :
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।
তোমাতে ডুবে থাকে এলোমেলো মন
খুব কাছে পেতে চায় যখন তখন,
রিমঝিম সুর তুলে আকাশ বেয়ে
এই বুকে নেমে এসো বৃষ্টি হয়ে।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
শূন্যমরুর বুকে ঝেঁপে আসে মেঘ
তোমাকে পেয়ে তা ঝরে নেমে শেষ,
একটু দেখা যদি দিতে আবার
ফিরে তবে পেত মেঘ হৃদয়-আমার।
অনুভবে ফোটে ফুল, জানিনা কারণ
তোমাকেই পেতে চায় শোনেনা বারণ,
জমে থাকা সব কথা, বলে দেবে মন
কান পেতে শোনো বলে অঝোর শ্রাবন।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
রংধুনু চোখ গুলো আকাশ পানে
মেঘেদের যদি কিছু বলার থাকে,
খেয়ালি মন যেন তোমায় ভেবে
রঙিন স্বপ্নের জাল বুনে।
সুখ সুখ লাগে আজ, তুমি পাশে
বারণ হয়ে যদি প্লাবন আসে,
দূরে যেতে দেবো না, হৃদয় থেকে
ভালবাসা ছুঁয়ে দেবো তোমার ঠোঁটে।
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ,
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস।।
Leave a Reply