Islamic Facebook Caption Bangla – ইসলামিক ক্যাপশন ফেসবুক

 আজকে ইসলামিক স্ট্যাটাস বাংলা নিয়ে পোস্টটি তৈরি করা হয়েছে। Islamic caption bangla আমরা অনেকেই খুঁজে থাকি কিন্তু মনের মত ইসলামিক ক্যাপশন খুঁজে পাই না। তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য খুবই স্পেশাল ইসলামিক বাণী এবং হাদিস নিয়ে পোস্টটি তৈরি করেছি। এই ইসলামিক ক্যাপশন ফেসবুক পোস্ট করার সময় ব্যবহার করতে পারবেন।




ইসলামিক ক্যাপশন বাংলা/Islamic Caption Bangla



 ইসলামিক ফেসবুক ক্যাপশন  : 


ভালোবাসা কাকে বলে জানো? আল্লাহকে না দেখে প্রতিটি সিজদাহতে অনুভব করি আমরা। হ্যাঁ এটাই ভালোবাসা।

 

যদি অন্ধকারে ভয় পাও তাহলে কুরআন পড়। একদিন অন্ধকার কবরে কুরআন তোমাকে আরো দেবে।

 

I wish! একদিন আমার অনেক টাকা হবে, সেদিন আমি অনাথ পথ শিশুদের সাহায্য করবো ইনশাআল্লাহ!

 

সেই মেয়েটি সত্যি অনেক ভাগ্যবতী, যার স্বামীর রোজগার কম হলেও চরিত্র এবং ভালোবাসাটা একদম খাঁটি।

 

সত্যি হলো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কাহিনী কেউ শুনতে চাইবে না।

 


যৌবনের প্রথম প্রেম হল আল কুরআন, আর প্রথম ভালবাসা হচ্ছে নামাজ।



রাত যখন গভীর হয় কেউ ডুবে থাকে পাপে। আর কেউবা তাহাজ্জুতে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে।

 

আস্তাগফিরুল্লাহ! আমি আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমিন!



সেই নারী সবচেয়ে সর্বোত্তম, যে নারী যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য।

 

ইসলাম ধর্ম সহজ। কিন্তু এতটা সহজ নয় যে, কোন মেসেজ ২০ জনকে পাঠিয়ে দিলে জান্নাত পাওয়া যাবে।

 

নামাজ শুধু পরকালে মুক্তি দেয় না। নামাজ ইহকালেও ভরপুর করে দেয়। নামাজে শরীর সুস্থ থাকে, রিজিক বেড়ে যায় এবং বিপদ-আপদ দূরীভূত হয়।

 


গোটা পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের আগমন নেভানো যাবে না। কিন্তু মোনাজাতে আপনার দুফোঁটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দিবে।

 

আল্লাহর কাছে সব সময় সেজদায় মাথা নত করুন। আল্লাহ আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবেন না।

 

I wish! সবার মনের নেক ইচ্ছাগুলো আল্লাহ তায়ালা জানেন। সবার মনের নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ পূরণ করে দেন। আমিন!

 

হে আল্লাহ আমরা যারা ইসলামিক পোস্ট দেখি ও পড়ি, তাদের সবাইকে দেখা ও পড়ার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন!

দামি পোশাক পরে কি হবে, নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন নাপাক।

 

হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকায় সীমিত খাবারের মজাটাই আলাদা থাকে।



কাউকে অতীতের গুনাহ নিয়ে খোটা দিও না। কারণ সে হয়তো আল্লাহর কাছে তওবা করে তোমার থেকে উত্তম হয়ে গেছে।



দোয়া করতে থাকুন একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দেবে। ইনশাল্লাহ।

 

ধৈর্য রাখুন! সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না।

 

মোনাজাতের এক ফোটা চোখের পানি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ইনশাল্লাহ!

 

সত্যিকারের হ্যান্ডসাম পুরুষ তো সেই যে অসভ্য বেপর্দা নারী দেখলেও মহান আল্লাহর ভয়ে চক্ষুণত করে।


মানুষ মাত্রই পাপী, আর পাপীদের মধ্যে তওবাকারীরাই সর্বত্তম।

 

যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে।

 

আপনার রব কখনো তার বান্দার উপর জুলুম করে না।

 


জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই , কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই।

 

জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আদর দিয়েই হবে। তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা শুরু করুন।

 

কি হবে জিমে গিয়ে বহুল দেহ বানিয়ে, যদি সকালে ফজরের নামাজ পড়ার জন্য ওঠার মতো শক্তি না থাকে। 

 

আল্লাহর দেওয়া প্রতিটি ভাল বা খারাপ সময়কে তার নেয়ামত হিসেবে দেখুন। ইনশাআল্লাহ তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন।

 

চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের।


আল্লাহর উপর ভরসা রাখুন 
মানবজাতি বা অন্য কোন সৃষ্টিতে নয়।
ইসলাম মানে শান্তি।


গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না।


আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন।


 ভালো মনোভাব সম্পন্ন মানুষের  সাথে মিশুন।


মানুষকে ক্ষমা কর যাতে
আল্লাহ তোমাদের ক্ষমা করেন।


আমি কখনই একা নই আল্লাহ 
সবসময় আমার সাথে আছেন।


আল্লাহর আনুগত্য কর 
আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।


যে ধৈর্যশীল সে বিজয় অর্জন করে।


আমি কষ্ট পেয়েছি। 
আমি শিখেছি. আমি বদলে গেছি। 


প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।


আমার সফলতা একমাত্র আল্লাহ।


এই পৃথিবী মুমিনদের জন্য কারাগার এবং 
অবিশ্বাসীদের জন্য জান্নাত।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।


অন্যের সাফল্যে খুশি হতে শিখুন, 
আল্লাহ আপনাকেও দিতে 
দেরি করবেন না।


আপনি যত বেশি কোরআন পড়বেন 
ততই লেখকের প্রেমে পড়বেন।


ইসলাম আমাদের একতা শেখায় 
তাই ঐক্যবদ্ধ হোন, 
বিভক্ত হবেন না।
নামাজ মাটির তৈরি ব্যক্তিকে 
সোনায় পরিণত করে।


ধৈর্য ধর, এই ধৈর্য তোমাকে 
জান্নাতে নিয়ে যাবে।


দ্বীনের জ্ঞান অর্জন করা 
প্রত্যেকের উপর ফরজ।


তুমি এক ফোঁটা চাও, 
আমার প্রভু একটি নদী দিবে।




ইসলামিক উপদেশ মূলক কথা : 


উদার হোন, 
হিংসা আপনাকে ছেড়ে চলে যাবে। 
ক্ষমাশীল হোন, 
ঘৃণা আপনাকে ছেড়ে চলে যাবে।


আল্লাহর উপর ভরসা রাখুন, 
কিন্তু মানবজাতি বা 
অন্য কোন সৃষ্টির উপর নয়।

যারা আল্লাহকে ভালবাসে 
তাদের সাথে থাকুন এবং 
আপনাকে আল্লাহ সম্পর্কে 
স্মরণ করিয়ে দিন।

কৃতজ্ঞ হওয়ার জন্য 
আমার অনেক কিছু আছে। 
আমি সুস্থ, সুখী এবং 
আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ।

মানুষকে ক্ষমা করুন যাতে 
আল্লাহ আপনাকে ক্ষমা করেন।

কুরআন পড়ুন এটি আপনাকে 
দেখাবে যে 
জীবন কত সহজ হতে পারে।

আপনি যদি নিশ্চিত সফলতা চান, 
আল্লাহকে খুশি করার জন্য 
সর্বাত্মক চেষ্টা করুন।


আমি কখনো একা নই 
আল্লাহ সবসময় আমার সাথে থাকেন।

আর আল্লাহ যাকে পথ দেখান, 
তাকে বিভ্রান্ত করার মতো কেউ নেই।

আরেকটি দিন, 
গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার 
আরেকটি সুযোগ। আলহামদুলিল্লাহ।

আপনার সকল সমস্যার সমাধান 
কুরআন আপনাকে বলবে। 
দয়া করে কুরআন পড়ুন।


আর যারা আল্লাহকে ভয় করে, 
তিনি তাদের পথ সহজ করে দেবেন।


আপনি যেভাবে জীবন যাপন করেছেন 
সেভাবেই আপনি মারা যাবেন – 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

কোনো কিছুর জন্য 
আল্লাহকে হারানোর চেয়ে 
আল্লাহর জন্য 
সবকিছু হারানোই মূল্যবান।


আল্লাহ ন্যায়বিচার, দয়া ও 
উত্তম আচরণের নির্দেশ দেন। 
তিনি অন্যায়, অনৈতিকতা এবং 
নিপীড়নকে নিষেধ করেন।

আমাদের সফলতা ও ব্যর্থতা 
মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। 
যদি সে তোমার সাথে থাকে তবে কেউ 
তোমার ক্ষতি করতে পারবে না।




ইসলামিক মোটিভেশনাল উক্তি : 


আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত 
ছিলাম এবং আল্লাহ আমাদেরকে 
ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন।

আপনি যদি আপনার প্রার্থনায় 
আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগ 
দিতে চান. তবে আপনার প্রার্থনার 
বাইরে তাঁর প্রতি আরও 
বেশি মনোযোগ দিন।

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 
আমল হল যেগুলো ধারাবাহিকভাবে 
করা হয়, যদি তা অল্পও হয়।

একবার নামায অভ্যাসে পরিণত হলে 
সফলতা হয়ে ওঠে জীবনধারা।

আপনি যত বেশি কুরআন পড়বেন 
ততই আপনি লেখকের 
প্রেমে পড়বেন।

আল্লাহ কোন আত্মাকে তার 
বহন করার ক্ষমতার বেশি 
বোঝা দেন না।


আপনার ভাগ্য তাঁর ভালবাসার 
কালি দিয়ে লেখা হয়েছে এবং 
তাঁর করুণা দিয়ে সিলমোহর করা 
হয়েছে তাই ভয় পাবেন না, 
তাঁর উপর আপনার আস্থা রাখুন এবং 
তাঁর আদেশের উপর আশা রাখুন।

আল্লাহ মানুষের প্রতি মোটেও 
যুলুম করেন না, বরং মানুষ নিজেরাই 
নিজেদের প্রতি জুলুম করে।

কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন 
পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন 
পূরণ করবেন; যদি কেউ একজন 
মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ 
কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।

ঈমানে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার 
সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম এবং 
যে তার স্ত্রীর প্রতি সদয়

আপনি যখন ভুলে যান যে 
আপনার আল্লাহকে প্রয়োজন, 
তখন তিনি আপনাকে এমন পরিস্থিতিতে 
ফেলেন যা আপনাকে তাকে ডাকতে 
বাধ্য করে। আর সেটা 
আপনার নিজের ভালোর জন্য।


দোয়ার শক্তিকে কখনই 
অবমূল্যায়ন করবেন না।





যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, 
আল্লাহ তার জন্য 
(প্রতিটি অসুবিধা থেকে) মুক্তির পথ 
বের করে দেবেন এবং তিনি তাকে 
এমন উৎস থেকে রিজিক দেবেন যা 
সে কল্পনাও করতে পারেনি।
ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে,
কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে 
সহজ করে তোলে।



আর যে আমার স্মরণ থেকে 
মুখ ফিরিয়ে নেবে, 
তার জীবন হবে হতাশাগ্রস্ত।

অন্যের কষ্ট দূর করার জন্য 
ব্যথা গ্রহণ করাই উদারতার 
আসল সারমর্ম।

আল্লাহ ছাড়া কেউ আপনাকে 
প্রকৃত সুখ দিতে পারে না।

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, 
তিনিই তার জন্য যথেষ্ট।

আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন।

দুআ আপনার স্বপ্নকে বাস্তবে 
পরিণত করার ক্ষমতা রাখে।

যখন আমরা আল্লাহর সাথে 
আমাদের সম্পর্ক মেরামত করি, তখন 
তিনি আমাদের জন্য বাকি 
সবকিছু মেরামত করেন।

প্রতিটি দিনকে একজন ভালো 
মুসলিম হওয়ার সুযোগ হিসেবে নিন।

বিভিন্ন মায়েদের থেকে জন্ম নেওয়া 
সব রঙের চামড়া ভাই হিসেবে 
একত্রিত হয়। এটাই ইসলামের সৌন্দর্য।

আমাদের দোষের মধ্যে সবচেয়ে 
খারাপ হল অন্যের দোষের প্রতি 
আমাদের আগ্রহ।

বিনা যুদ্ধে কোনো জাতিকে ধ্বংস করতে 
চাইলে পরবর্তী প্রজন্মের মধ্যে ব্যভিচার 
ও নগ্নতাকে সাধারণ করে তুলুন।

হে ঈমানদারগণ! ধৈর্য্য ও নামাজের 
মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয়ই 
আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

আপনার রাগ নিয়ন্ত্রণ করুন নয়তো 
এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে।